kalerkantho


হানি সিংকেও দোলা দিল মিলা

বিনোদন প্রতিবেদক   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০হানি সিংকেও দোলা দিল মিলা

গত ৭ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে হানি সিংয়ের নতুন গান ‘গাল বন গায়ি’। মিট ব্রোসের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কর। এরই মধ্যে প্রায় ১৫ লাখবার গানটির ভিডিও দেখা হয়েছে। মজার বিষয় হচ্ছে, এই গানের মধ্যে ব্যাকগ্রাউন্ডে বাজানো হয়েছে বাংলাদেশের গায়িকা মিলার ‘দোলা দে’ গানটির মুখ—‘গ্রামেগঞ্জে পালাগানের মঞ্চে অন্তরে বন্দরে খবর দিয়ে দে/মাঠে ঘাটে, আজ শহর তল্লাটে হাওয়ায় হাওয়ায় ঢেউ তুলে দে/মুখে মুখে সাড়া তুলে দে তুই, বন্দি মনটা উজাড় করে দে/দোলা দে, দোলা দে, দোলা দে রে পাগলা/দোলা দে রে’। আর এই ভিডিওটির কথা মিলাকে জানিয়েছেন তাঁর এক ভক্ত। ভিডিওটি দেখে বেশ উচ্ছ্বসিত এই গায়িকা। বলেন, ‘এটা আমার অনেক প্রিয় একটা গান। যেখানেই শো করতে যাই, গানটির অনুরোধ পাই। হানিং সিং তথা ভারতীয় শ্রোতারাও গানটি পছন্দ করেন শুনে ভালো লাগছে। আমি পুরো ভিডিওটি দেখেছি। এটা আমার জন্য অন্য রকম এক অভিজ্ঞতা।’


মন্তব্য