kalerkantho

হানিফ সংকেতের ঈদের নাটক

সন্দেহে মনদাহ

রংবেরং প্রতিবেদক   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সন্দেহে মনদাহ

দেড় যুগ ধরে প্রতি ঈদে এটিএন বাংলার জন্য একটি নাটক করে আসছেন হানিফ সংকেত। তাঁর এবারের নাটক ‘সন্দেহে মনদাহ’। সদ্য বিবাহিত দম্পতি সোমা ও মিলন। মিলন অত্যন্ত খুঁতখুঁতে ও সন্দেহপ্রবণ। সব কিছুতেই সোমাকে সন্দেহ করে। তাদের দাম্পত্য কলহে জড়িয়ে পড়ে পরিবারের অন্যরাও। ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই গড়ে উঠেছে নাটকটির কাহিনী। এতে সোমার চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা এবং মিলনের চরিত্রে মীর সাব্বির। এ ছাড়া রয়েছেন আল মামুন, আব্দুল কাদের, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, দিপা খন্দকার, স্বাগতা, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলাম প্রমুখ।

ঢাকাস্থ ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকটি ধারণ করা হয়েছে। নাটকটির সূচনা সংগীত লিখেছেন কবির বকুল। সংগীতায়োজনে বিনোদ রায়, গেয়েছেন রবি চৌধুরী। আবহসংগীত ফরিদ আহমেদ। হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে।


মন্তব্য