kalerkantho


ভারতীয় পোশাকেই স্বাচ্ছন্দ্য

রংবেরং ডেস্ক   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ভারতীয় ধনকুবের অরুণ নায়রের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। ২০০৭ সালে রাজস্থানে এক প্রাসাদে জাঁকজমকপূর্ণ সেই বিয়ের চার বছর পরই অবশ্য বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু তাতে কি, এখনো ভারতীয় সংস্কৃতিতেই মজে আছেন ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লি। জানান, ভারতীয় অনেক রীতিনীতিতে অভ্যস্ত হলেও সবচেয়ে প্রভাবিত হয়েছেন পোশাকে। তিনি ঘরে-বাইরে সব জায়গাতেই এখন ভারতীয় পোশাক পরেন, ‘আমার সংগ্রহে প্রচুর এমব্রয়ডারি করা কাফতান আছে। এ ছাড়া ছুটি কাটাতে গেলে লক্ষ্নৌয়ের কুর্তা আর সুতির প্যান্ট পরি।’

বিচ্ছেদের পরও এখনো নিয়মিত ভারতে আসেন জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এখানে [ভারত] আমার প্রচুর বন্ধু। মুম্বাইতে নিয়মিতই আসা হয়। এখানকার কাপড়, অ্যান্টিকসের সামগ্রী খুব পছন্দ।’


মন্তব্য