kalerkantho

চাই হাসিমুখ

রংবেরং ডেস্ক   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চাই হাসিমুখ

নিরাপত্তারক্ষী, ম্যানেজার থেকে ব্যক্তিগত সহকারী—অন্য অভিনেতা-অভিনেত্রীদের মতো দীপিকা পাড়ুকোনের সঙ্গেও থাকে বিরাট দল। কয়েক দিন আগেই এক নিরাপত্তারক্ষীর হাতে রাখি পরানোর ছবি দিয়ে তাঁকে ‘বিখ্যাত’ করেছিলেন। এবার আর কাউকে বঞ্চিত নয়, দলের সবাইকে নিয়ে ছবি দিলেন। সেখানে সবাইকে হাসতে দেখা যাচ্ছে। পরে অভিনেত্রী জানিয়েছেন এই গ্রুপ ছবির মর্মার্থও, ‘চাই সব সময় এভাবেই হাসিমুখ নিয়ে সবাই পাশে থাকুক। হাসি একটা জাদু। আমরা অনেকেই এটার ইতিবাচক দিক সম্পর্কে জানি না। কিন্তু নানা ধরনের চাপ থেকে মুক্তির ভালো উপায় এটা।’

এদিকে শিগগিরই মুক্তি পাবে সুজিত সরকার প্রযোজিত ও অমিতাভ বচ্চন অভিনীত ‘পিংক’, যেখানে ছবিতে না থেকেও আছেন দীপিকা। কারণ সুজিতের আগের ছবি ‘পিকু’তেই বিগ বির সঙ্গে ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে দীপিকা প্রসঙ্গে অমিতাভ বলেছেন, “ও অনেক বড় তারকা। ‘পিকু’তে সে আমার চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছে। আসলে অনেক দিন হয়ে গেছে, আমার চাহিদা কমে গেছে...[হাসি]।’


মন্তব্য