kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


বন্ড হলেই হাজার কোটি টাকা

রংবেরং ডেস্ক   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বন্ড হলেই হাজার কোটি টাকা

আগেই জানিয়েছিলেন, ‘স্পেকটর’-এর পর জেমস বন্ড আর করবেন না। বলেছিলেন, ফের বন্ড হওয়ার চেয়ে কবজি কাটাও ভালো! না, তিনি সেই অবস্থান থেকে এখনো সরে আসেননি।

তবে ড্যানিয়েল ক্রেগকে ‘হ্যাঁ’ বলাতে বিরাট অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে প্রযোজনা সংস্থা। জানা গেছে, বন্ড হতে ১৫ কোটি ডলারের [প্রায় এক হাজার ১৭৯ কোটি টাকা] প্রস্তাব পেয়েছেন তিনি। একটি সূত্র জানিয়েছে, নির্মাতারা ক্রেগকে নিয়ে আরো দুটি বন্ড ছবি তৈরি করতে আগ্রহী। কিন্তু তিনি ‘না’ বলায় এখন নতুন করে বন্ড খুঁজতে হচ্ছে। খোঁজাখুঁজির ঝামেলায় না গিয়ে বেশি টাকা দিয়ে বন্ড হিসেবে জনপ্রিয়তা পাওয়া ক্রেগকেই রাখতে চান তাঁরা। এত বড় অঙ্কের প্রস্তাব পেয়ে ক্রেগ কী বলেছেন তা অবশ্য জানা যায়নি। কোনো সূত্র বলছে, তিনি এ প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন; কোনো সূত্র আবার জানিয়েছে, আলোচনা চলছে।


মন্তব্য