kalerkantho


অনন্যা রুমার আমার জান

রংবেরং প্রতিবেদক   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০অনন্যা রুমার আমার জান

ঈদ সামনে রেখে সাউন্ডটেকের ব্যানারে আসছে গায়িকা, অনুষ্ঠান প্রযোজক ও নির্মাতা অনন্যা রুমার অষ্টম একক অ্যালবাম ‘আমার জান’। ছয়টি গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছেন শিল্পী। সব গানের কথা ও সুর করেছেন নিজেই। সংগীতায়োজনে জাহিদ বাশার পংকজ ও জে কে মজলিশ। রুমা বলেন, ‘দুই বছর পর আমার এই অ্যালবাম। দেড় বছর ধরে এটির কাজ করেছি। আমার নিজস্ব স্টাইলেই গানগুলো করা। গায়কিতেও বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। কথা-সুরে নতুন কিছু পাবেন শ্রোতারা।’


মন্তব্য