kalerkantho


কসোভো চলচ্চিত্র উৎসব

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কসোভো চলচ্চিত্র উৎসব

কসোভো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও পরিচালক হয়েছেন তৌকীর আহমেদ। ‘অজ্ঞাতনামা’ ছবির জন্য এই পুরস্কার। ৪ সেপ্টেম্বর রাতে পুরস্কারের কথা নিশ্চিত করে তৌকীর বলেন, ‘ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ। দারুণ একটি টিমওয়ার্ক ছিল। সবার সহযোগিতায় আজ আমি সফল। এই পুরস্কার শুধু আমার নয়, ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার।’ ৩১ আগস্ট শুরু হওয়া এই উৎসব শেষ হয়েছে ৪ সেপ্টেম্বর। তৌকীর আরো বলেন, “এখানেই ‘অজ্ঞাতনামা’ থেমে থাকবে না, এরপর ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে অংশ নেবে। সেটি শেষ হওয়ার পর সিয়াটল ফিল্ম ফেস্টিভাল ও ইতালির রিলিজিয়ন ফিল্ম ফেস্টিভালে অংশ নেবে। আশা করি, সবখানেই সফলতা পাবে ছবিটি।’


মন্তব্য