kalerkantho

বাধ্য ছাত্রী

রংবেরং ডেস্ক   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বাধ্য ছাত্রী

পড়াশোনায় তত মনোযোগী ছিলেন না। তবে শিক্ষকদের কখনো অমান্য করতেন না। তাই শিক্ষকরা যেমন তাঁকে পছন্দ করতেন, তিনিও তেমনি সব সময়ই শিক্ষকদের বাধ্য ছাত্রী ছিলেন। সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নিজের শিক্ষকদের স্মৃতি রোমন্থন করেছেন সোনাক্ষী সিনহা, ‘পড়াশোনায় ফাঁকি দিতাম ঠিকই, কিন্তু বিজ্ঞানের ছাত্রী হওয়ায় প্রচুর অ্যাসাইনমেন্ট আর হোমওয়ার্ক করতে হতো। সেসব ঠিকমতোই করতাম। সব সময়ই শিক্ষকের বাধ্য ছিলাম।’ তখন ক্লাসের সবাই কমবেশি শিক্ষকদের সঙ্গে দুষ্টুমি করলেও তিনি এটা কখনো করেননি বলেও জানান। স্কুলে ‘লুটেরা’ অভিনেত্রীর পছন্দের বিষয় ছিল জীববিজ্ঞান ও ইংরেজি। তবে তাঁর সবচেয়ে পছন্দের শিক্ষক ছিলেন ড্রয়িং টিচার।

‘আমি ব্যাচের একমাত্র মেয়ে ছিলাম, যে ড্রয়িং শিখত। তখন কিছুই পারতাম না। তিনিই [শিক্ষক] আমাকে সব শিখিয়েছিলেন,’ বলেন সোনাক্ষী।


মন্তব্য