ঈদুল আজহা সামনে রেখে নির্মাণ করা হয়েছে বিটিভির বিশেষ ‘আনন্দমেলা’। আর এ অনুষ্ঠানের উপস্থাপনায় এক হয়েছেন দুই প্রজন্ম—অভিনেতা আল মনসুর ও কণ্ঠশিল্পী পড়শী। এবারই প্রথম কোনো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করলেন পড়শী।
এ প্রসঙ্গে আল মনসুর বলেন, ‘উপস্থাপনা করে খুব ভালো লেগেছে। বলা যায় দুই প্রজন্মের একটি মেলবন্ধন হয়েছে। আমার বিশ্বাস দর্শক-শ্রোতারা অনুষ্ঠানটি এনজয় করবেন।’
পড়শী বলেন, “প্রথমবারের মতো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করলাম। তা-ও আবার ঈদের ‘আনন্দমেলা’। সঙ্গে পেয়েছি আল মনসুর স্যারকে। সব মিলিয়ে অভিজ্ঞতাটা দারুণ!” এবারের ‘আনন্দমেলা’য় একটি গানেও কণ্ঠ দিয়েছেন পড়শী। এ অনুষ্ঠানে আরো থাকছে কুমার বিশ্বজিতের গান, পদ্মা সেতু নিয়ে ক্লোজআপ ওয়ান খ্যাত সাব্বির, রাজীব, রাশেদ, সেরা কণ্ঠ রিপন এবং এম এস রানার বিশেষ পরিবেশনা। ‘আনন্দমেলা’র থিম সং গেয়েছেন বাপ্পা মজুমদার ও কোনাল। থাকছে মামুনুর রশীদ ও এ টি এম শামসুজ্জামানের অভিনয়, ক্রিকেট নিয়ে বিশেষ পর্বে মোহাম্মদ আশরাফুলের অংশগ্রহণ প্রভৃতি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের