kalerkantho

চলচ্চিত্র

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চলচ্চিত্র

বলো না ভালোবাসি : অভিনয়ে ফেরদৌস, শাবনূর। পরিচালক সোহানুর রহমান সোহান। দুপুর ১২টা ৩৫ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : প্রীতিদের বাড়িতে থেকে বড় হয় সুজন। মিশতে মিশতে একসময় প্রীতির প্রতি ভালোবাসা তৈরি হয় সুজনের মনে। পড়াশোনার জন্য গ্রামের বাইরে যায় প্রীতি। সেখানে কলেজের বন্ধু মুন্নার প্রেমে পড়ে সে। অন্যদিকে মুন্না ভালোবাসে তমাকে। ঘটনা মোড় নেয় অন্যদিকে।

রংবাজ : অভিনয়ে দেব, কোয়েল মল্লিক। পরিচালক রাজা চন্দ। সকাল ৮টা, জলসা মুভিজ।

গল্পসূত্র : ছোটবেলায় রাজের চোখের সামনে খুন হয় বাবা। মাকে বাঁচাতে দোষ নিজের ঘাড়ে নিয়ে জেলে যায় সে। এক যুগ পর জেল থেকে ছাড়া পেয়ে বাবার খুনি লাকী ভাইকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রওনা দেয় লাকীর আস্তানা ব্যাংককে।

 

হাউসফুল থ্রি : অভিনয়ে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন। পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। দুপুর ১টা ৩০ মিনিট, স্টার গোল্ড।

গল্পসূত্র : ১২ বছর আগে লন্ডনে চুরি করতে গিয়ে পুলিশের হাতে  ধরা পড়ে জেলে যায় তিন চোর। সেখানকার ধনী ব্যবসায়ী পাটেল। তার তিন মেয়ে। পাটেল চায় না মেয়েদের বিয়ে হোক। চাউর করে, তারা  অভিশপ্ত। বাবার আড়ালে প্রেম করে মেয়েরা।

প্যান : অভিনয়ে হিউ জ্যাকমান, লেবি মিলার। পরিচালক জো রাইট। রাত ৯টা ৩০ মিনিট, এইচবিও।

গল্পসূত্র : সদ্যোজাত পিটার প্যানকে ছেড়ে চলে যায় তার মা। একটি আশ্রমে বড় হতে থাকে সে। এক রাতে পিটার অপহৃত হয়। তাকে নিয়ে যাওয়া হয় নতুন এক এলাকায়। সেখানে নানা ধরনের প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে সে।


মন্তব্য