kalerkantho

আরো খবর

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০►         কাজল-করণ জোহরের বন্ধুত্ব ভাঙতে চলেছে! অজয় দেবগণের ‘শিবায়’ এবং করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাচ্ছে একই দিনে। করণের বিরুদ্ধে অভিযোগ, ‘শিবায়’-এর ভরাডুবির জন্য তিনি ২৫ লাখ রুপি ঢেলেছেন।

►          জীবনের প্রথম পকেটমানি দিয়ে লেমোনেড কিনে খেয়েছিলেন সানি লিওন।

►          আবারও অক্ষয় কুমার-শাহরুখ মুখোমুখি। একই দিনে মুক্তি পাবে অক্ষয়ের ‘ক্র্যাক’ এবং ইমতিয়াজ আলীর পরিচালনায় শাহরুখ খানের নাম ঠিক না হওয়া ছবি।

►           সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ করতে চেয়েছিলেন শাহরুখ খান। শর্ত দিয়েছিলেন, ছবির নাম বদলাতে হবে।

►           সোনম কাপুর চান, তাঁর ভাই হর্ষবর্ধন কাপুর অভিনয় করুন আলিয়া ভাটের বিপরীতে।

►         দীপিকা পাড়ুকোন, সোনাক্ষী সিনহা, রানী মুখার্জি ও জ্যাকলিন ফার্নান্দেজ—এই চার তারকা ফররুখাবাদের ব্যবসায়ীদের গৃহিণী! অবাক হলেন তো? ওই অঞ্চলের বেশ কয়েকজন ব্যবসায়ী তাঁদের রেশন কার্ডে নমিনির জায়গায় বলিউডের এই চার নায়িকার নাম দিয়েছেন।

►          হলিউড ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর অস্বীকার করলেন সোনম কাপুর।


মন্তব্য