kalerkantho


সালমান স্মরণে স্মৃতিস্তম্ভ

রংবেরং প্রতিবেদক   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সালমান স্মরণে স্মৃতিস্তম্ভ

মৃত্যুর ২০ বছর পর এফডিসিতে সালমান শাহ স্মৃতিস্তম্ভ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর ‘রঙের মেলা’য় প্রকাশিত ‘সালমান রাজপুত্র’ প্রতিবেদনে শাকিব খান অভিযোগ করেন, সালমানের স্মৃতি ধরে রাখার মতো কিছু এফডিসিতে নেই। শিল্পী সমিতির সভাপতির এমন অভিযোগে নড়েচড়ে বসেছে এফডিসি। পরিচালক সমিতি থেকে গতকালই প্রস্তাব তোলা হয় একটি স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা করার। সম্মতি দেয় প্রযোজক সমিতিও। খবরটি পৌঁছায় এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার বোসের কানেও।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিষয়টা দেখব। ৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে প্রস্তাবনা পেশ করব। সালমান চলচ্চিত্রের বরপুত্র। তাঁর স্মৃতি রক্ষা করা উচিত। এখানে জহির রায়হান অডিটরিয়াম, জসিম ফ্লোর, মান্না ডিজিটাল কমপ্লেক্স আছে। সালমান স্মরণেও কিছু থাকা উচিত।’


মন্তব্য