kalerkantho


রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়াকে নিয়ে ছবি

রংবেরং ডেস্ক   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়াকে নিয়ে ছবি

ভিক্টর ব্যানার্জি, রাইমা সেন ও পাবলো সিজার

‘রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে আর্জেন্টিনার লেখক ভিক্টোরিয়া ওকাম্পোর প্রভাব নিয়ে চলচ্চিত্র হচ্ছে’—ঘোষণাটি এসেছিল আগেও। কিন্তু নানা জটিলতায় আটকে ছিল। অবশেষে শুরু হচ্ছে আর্জেন্টিনার পরিচালক পাবলো সিজারের ছবি ‘থিংকিং অব হিম’। ছবির মূল বিষয় রবীন্দ্রনাথের জীবন, লেখা ও আঁকায় ওকাম্পোর প্রভাব। এখানে রবীন্দ্রনাথ হবেন ভিক্টর ব্যানার্জি। ওকাম্পোর চরিত্রে আর্জেন্টিনার অভিনেত্রী এলিনোরা ওয়াক্সলার। একটি বিশেষ চরিত্রে আছেন রাইমা সেন। জানা যায়, ১৯২৪ সালে ইউরোপ থেকে পেরু যাত্রার পথে অসুস্থ হয়ে পড়লে রবীন্দ্রনাথ চলে যান বুয়েন্স এইরেসে। দুই মাস সেখানে অবস্থান করে তাঁর দেখভাল করেন ওকাম্পো। ওকাম্পোকে ‘বিজয়া’ বলে ডাকতেন রবীন্দ্রনাথ। পরে তাঁকে ‘পূরবী’ উৎসর্গ করেন বিশ্বকবি। আগামী সপ্তাহ থেকেই শান্তিনিকেতনে শুরু হবে ছবির শুটিং। এ ছাড়া শুটিং হবে ফ্রান্স ও আর্জেন্টিনায়। বাংলা, ইংরেজি ও স্প্যানিশ—এই তিন ভাষায় তৈরি হবে ‘থিংকিং অব হিম’।


মন্তব্য