kalerkantho

আরো খবর

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০♦    ‘আজব প্রেম কি গজব কাহানি’র শুটিংয়ের সময়ই রণবির কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেম হয়।

♦    হলিউডের ছবিতে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন সোনম কাপুর। তবে বিস্তারিত জানা যায়নি।

♦    টিভি শো ‘সাবধান ইন্ডিয়া’র একটি পর্ব উপস্থাপনা করবেন অমিতাভ বচ্চন।

♦    আমির খানকে নিয়ে আবারও ছবি করতে চান ‘গজনি’ পরিচালক এ আর মরুগাদোস।

♦    ড্যানিয়েল রেডক্লিফকে নিয়ে ‘হ্যারি পটার’ সিরিজের নতুন ছবি করার জন্য লেখিকার কাছে স্বত্ব চেয়েছে ওয়ার্নার ব্রাদার্স।

♦    ইদ্রিস এলবা বা টম হিডলস্টনের যে কেউ হতে পারেন নতুন জেমস বন্ড।

♦    আড়াই লাখ ডলার জামিনের বিনিময়ে মুক্তি পেয়েছেন গায়ক ক্রিস ব্রাউন।

♦    ছেলের অস্ত্রোপচারের জন্য অনুদান দেওয়ায় টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী জেমি কিং।

♦    ভাড়ায় রাস্তায় গাড়ি চালিয়েছেন গায়িকা ডেমি লোভাটো, কেউই তাঁকে চিনতে পারেনি।


মন্তব্য