kalerkantho


অবসরের পরও সেরা

রংবেরং ডেস্ক   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০অবসরের পরও সেরা

জিজেল বুনচেন একজনই। তাঁর ধারেকাছেও কেউ নেই। সেই ২০০২ সাল থেকে টানা ১৩ বছর ফোর্বসের সর্বোচ্চ আয়ের সুপারমডেলদের তালিকায় শীর্ষে তিনি। এ বছরও ব্যতিক্রম হয়নি, টানা ১৪ বারের মতো সেরা হয়েছেন ৩৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। ঘটনা এমন, এই তালিকা নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। কারণ সবাই জানে, বুনচেনই সেরা। দুই বছর আগে অবসর নিয়েও শীর্ষস্থান হারাননি। শেষ এক বছরে বুনচেনের আয় তিন কোটি ৫০ লাখ ডলার [প্রায় ২৩৯ কোটি টাকা]। অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই আয় কমেছে প্রায় দেড় কোটি ডলার। দুই নম্বরে? তিনিও ব্রাজিলিয়ান আদ্রিয়ানা লিমা। তবে আয়ের দিক থেকে বুনচেনের চেয়ে যোজন দূরত্বে। লিমার আয় এক কোটি ৫০ লাখ ডলার [প্রায় ৮২ কোটি টাকা]। এক কোটি ডলার নিয়ে যৌথভাবে তৃতীয় কেন্ডাল জেনার ও কালিং ক্লস। পরের স্থানটিতে আছেন গিগি হাদিদ।


মন্তব্য