kalerkantho


এবার প্রশ্নপত্রে

রংবেরং ডেস্ক   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০এবার প্রশ্নপত্রে

বলিউডে সুসময়, পা বাড়িয়েছেন হলিউডেও। এই সময়ে আরেকটি পালক যোগ হলো দীপিকা পাড়ুকোনের মুকুটে। এবার তাঁর জায়গা হলো পরীক্ষার প্রশ্নপত্রেও! এ বছর ভারতীয় বিমান বাহিনীতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ছিল, ‘২০১৬ সালে কোন ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন?’ অপশন চারটি—‘পিকু’, ‘বাজিরাও মাস্তানি’, ‘তামাশা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’। এক পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবিসহ টুইট করেন, ‘সাম্প্রতিক বিষয়াবলি ও সাধারণ জ্ঞান অংশে দীপিকাকে নিয়ে প্রশ্ন হয়েছে। সঠিক উত্তর পিকু।’

এর আগে গত বছর আরেকটি পরীক্ষায় ‘বাহুবলি’ সিনেমা নিয়ে প্রশ্ন হয়েছিল। 


মন্তব্য