kalerkantho


অক্ষয়কে চান ম্যাকগ্রা

রংবেরং ডেস্ক   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০অক্ষয়কে চান ম্যাকগ্রা

১২৪ টেস্টে ৫৬৩ উইকেট। টেস্টে কোনো পেস বোলারের জন্য সর্বোচ্চ। খেলা ছাড়ার পর নিজেকে সঁপে দিয়েছেন স্তন ক্যান্সার সচেতনতায়। সব মিলিয়ে অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রার বর্ণিল জীবন হতে পারে রুপালি পর্দার জন্য আদর্শ। শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক যখন মুক্তির অপেক্ষায়, আরেক অস্ট্রেলীয় সাবেক পেসার ব্রেট লি যখন অভিনয়ে নাম লিখিয়েছেন; এমন সময় ম্যাকগ্রার কাছে প্রশ্ন ছিল, ‘বায়োপিক কবে?’ ‘এ বিষয়ে কেউ প্রস্তাব দেয়নি। হলে মন্দ হয় না। একজন আমাকে বলেছিল আমার চরিত্রে হিউ জ্যাকম্যানকে ভালো মানাবে। ভেবে দেখলাম সে অস্ট্রেলীয়, ক্রিকেটও পছন্দ করে। ব্যাপারটা হলে ভালোই হয়।’ তবে নিজের চরিত্রে আরো একজনকে খুব পছন্দ ম্যাকগ্রার। তিনি বলিউড অভিনেতা অক্ষয় কুমার। খেলার সুবাদে বহুবার ভারতে যাতায়াতের কল্যাণে জনপ্রিয় সব বলিউড তারকাকেই চেনেন তিনি। তবে নিজের চরিত্রে চান ‘খিলাড়ি’কেই, ‘বলিউড থেকে কেউ করলে অক্ষয় কুমারের নামই বলব।’


মন্তব্য