kalerkantho


নীলা হলেন অগ্নিলা

রংবেরং প্রতিবেদক   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নীলা হলেন অগ্নিলা

দুই মাস আগে দেশে ফিরেছেন অগ্নিলা। এর মধ্যে বেশ কিছু নাটকের প্রস্তাব পেয়েছেন। কিন্তু সায় দেননি। তবে লাকী আখন্দের ‘নীলা’ গানের মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব লুফে নিয়েছেন। ১ সেপ্টেম্বর গানটির শুটিং শুরু হবে কক্সবাজারে। অগ্নিলা বলেন, “জন্মের পর থেকেই লাকী চাচুর ভক্ত আমি। তিনি আমার বাবার বন্ধু। আমাদের বাসায় গানের আসর হলেই তাঁকে পেতাম। ছোটবেলা ভাবতাম ‘নীলা’ গানটি বোধ হয় আমাকে নিয়েই করেছেন তিনি! পরে অবশ্য ভুল ভেঙেছে। যা হোক, আমি তাঁর গানের মডেল হচ্ছি, এটাই গর্বের বিষয়। আমার বিশ্বাস, তিনি আবার সুস্থ হয়ে নতুন গান তৈরি করবেন।” ভিডিওটি নির্মাণ করবেন রেদওয়ান রনি। তিনি লাকীর আরো দুটি গানের ভিডিও নির্মাণ করবেন।


মন্তব্য