kalerkantho

রবিবার। ২২ জানুয়ারি ২০১৭ । ৯ মাঘ ১৪২৩। ২৩ রবিউস সানি ১৪৩৮।

বিচ্ছেদ

রংবেরং ডেস্ক   

৩ এপ্রিল, ২০১৬ ০০:০০বিচ্ছেদ

স্বামী উইল কোপেলম্যানের সঙ্গে সম্পর্কচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন হলিউড অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। অনেক দিন ধরেই ভালো যাচ্ছে না তাঁদের দাম্পত্যজীবন। দুজনই আলাদা থাকছেন। যদিও স্বামী-স্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে ‘পিপলস ম্যাগাজিন’। এ দম্পতির দুটি মেয়ে রয়েছে। বড়টির বয়স তিন, ছোটটির এক। চার বছরের সংসার ভেঙে যাওয়ার কোনো কারণ অবশ্য জানা যায়নি। ব্যারিমোরের এক আত্মীয়ের বরাতে জানা যায়, ‘তাঁদের সম্পর্ক আসলেই ভালো যাচ্ছিল না। সন্তানদের জন্যই আনুষ্ঠানিক বিচ্ছেদে যেতে সময় নিয়েছেন। ’ ৪১ বছর বয়সী ‘ফিফটি ফার্স্ট ডেট’ অভিনেত্রীর এটি তৃতীয় বিয়ে। ১৯৯৪ সালে প্রথম বিয়ে, টিকেছিল দেড় মাস। ২০০১ সালে দ্বিতীয় বিয়ে, টিকেছিল মাত্র পাঁচ মাস।

৩৮ বছর বয়সী অভিনেতা শিল্প নির্দেশক কোপেলম্যানের অবশ্য এটিই ছিল প্রথম বিয়ে।


মন্তব্য