kalerkantho


৩০ বছর পর ‘ইংরেজি’ মাইলস

রংবেরং প্রতিবেদক   

৩ এপ্রিল, ২০১৬ ০০:০০৩০ বছর পর ‘ইংরেজি’ মাইলস

ব্যান্ডের নামেই ১৯৮২ সালে নিজেদের প্রথম অ্যালবাম করে মাইলস। ১৯৮৬ সালে প্রকাশ করে দ্বিতীয় একক ‘এ স্টেপ ফার্দার’। দুটি অ্যালবামই ছিল ইংরেজি গান নিয়ে। এর মধ্যে প্রথমটিতে মৌলিক ইংরেজি গান ছিল তিনটি, দ্বিতীয়টিতে সাতটি। বাকিগুলো কভার। ৩০ বছর পর জিপি মিউজিক থেকে সিঙ্গেল আকারে প্রকাশ হয়েছে ব্যান্ডটির নতুন ইংরেজি গান ‘সেভড দ্য বেস্ট অব মি’। গানটির গীতিকার-সুরকার মাইলসের ভোকাল ও গিটারিস্ট শাফিন আহমেদ বলেন, ‘অনেক দিন ধরেই ভক্ত-শ্রোতারা ইংরেজি গান করার জন্য অনুরোধ করছিলেন। আমরাও বিষয়টি নিয়ে ভেবেছি। প্রতিচ্ছবি অ্যালবামের কাজ করার সময় গানটির কথা মাথায় আসে। লেখা শেষ করে সুরও করে ফেলি। শুনে ব্যান্ডের অন্য সদস্যরাও সায় দিলেন। অবশেষে গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে।’

তিনি আরো জানান, একা ঘরে একজন অ্যাকুস্টিক গিটার নিয়ে নিজের সঙ্গে নিজে কথা বলছে, পুরনো স্মৃতি মনে করছে—এমনই প্রেক্ষাপট নিয়ে গানটি। এখন এটির মিউজিক ভিডিওর কাজ চলছে। আশা করছি, খুব দ্রুতই ভিডিওটি প্রকাশ করতে পারব।’


মন্তব্য