kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


মিউজিক ভিডিওতে শখ-নিলয়

রংবেরং প্রতিবেদক   

৩০ মার্চ, ২০১৬ ০০:০০মিউজিক ভিডিওতে শখ-নিলয়

প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শখ-নিলয় দম্পতি। সাজিদ সরকার ফিচারিং আমিদ ও স্বর্ণার গাওয়া ‘এই সময়’ শিরোনামের একটি গানের ভিডিওতে দেখা যাবে তাঁদের। ভিডিওটি পরিচালনা করেছেন সাকিব নজর। ঢাকার বিভিন্ন লোকেশনে তিন দিন ধরে ভিডিওটির শুটিং হয়েছে। গ্রাফিকসের কাজ হয়েছে নির্মাতার নিজস্ব স্টুডিওতে। আসছে পহেলা বৈশাখে ইউটিউব এবং বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘প্রথমবারের মতো আমরা একসঙ্গে কোনো মিউজিক ভিডিওতে কাজ করলাম। শুটিংয়ের অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। গানটি আমাদের দুজনেরই বেশ মনে ধরেছে। আর তাই কাজটিও এনজয় করেছি। ’ নিলয় আরো জানান, মিউজিক ভিডিও হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। এর আগে পড়শীর ‘হৃদয় আমার’ গানটিতে মডেল হয়েছিলেন তিনি।


মন্তব্য