kalerkantho

দোষ তাহলে কার?

রংবেরং ডেস্ক   

৩০ মার্চ, ২০১৬ ০০:০০দোষ তাহলে কার?

 তাঁদের সম্ভাব্য বিবাহবিচ্ছেদের গুজব বেশ কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে বাতাসে। ট্যাবলয়েড পত্রিকাগুলোতে প্রকাশিত হচ্ছে ঠিক কোন কারণে ভাঙতে পারে তাঁদের সংসার। সেই তালিকায় নতুন যোগ হয়েছে কারা ডেলেভিঙ্গনার নাম।

২৩ বছর বয়সী এই ইংরেজ মডেল ওঅভিনেত্রীকেই এখন বলা হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের সম্পর্ক খারাপের মূল কারণ। কারাকে হলিউডে জায়গা করে দিতে ব্র্যাড নাকি উঠেপড়ে লেগেছেন। দিতে চাইছেন নিজের আগামী ছবি ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’-এর সিক্যুয়েলে গুরুত্বপূর্ণ এক চরিত্রও। এখানেই শেষ নয়, হলিউডের সেরা অভিনয়-শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করিয়েও দিচ্ছেন ব্র্যাড। কয়েক জায়গায় তিনি এটাও বলেছেন, ‘ভবিষ্যতে এই মেয়ের অস্কার পাওয়ার সমূহ সম্ভাবনা আছে।’ এ কথা জানার পর থেকে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি প্রকাশিত ছবিতে তাঁকে বেশ রুগ্ণও মনে হয়েছে। গণমাধ্যম অবশ্য দোষ শুধু ব্র্যাডকেই দিচ্ছে না, দোষ নাকি আছে জোলিরও। তিনি নাকি আবারও মাদকে আসক্ত হয়ে পড়েছেন। প্রেম করছেন ব্র্যাডের মতো দেখতে এক ক্যামেরাম্যানের সঙ্গে। পুরো বিষয়টি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।  

 


মন্তব্য