kalerkantho


গুরুতর আহত মিশা

রংবেরং প্রতিবেদক   

২৯ মার্চ, ২০১৬ ০০:০০



গুরুতর আহত মিশা

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মিশা সওদাগর। সাফি উদ্দীনের ‘মিসডকল’ ছবির শুটিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পড়ে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে তাঁর। ডাক্তার বলেছেন, অন্তত দুই মাস বিশ্রাম নিতে হবে। মিশা বলেন, ‘শুটিংয়ের সময় খানিকটা অমনোযোগী ছিলাম। কিন্তু কে জানত, এত বড় দুর্ঘটনা ঘটবে! এখন সব ছবির শুটিং প্যাকআপ করতে হয়েছে। এদিকে সামনের মাসে আমেরিকা যাওয়ার কথা। সেটাও মনে হয় বাতিল করতে হবে। ডাক্তার বলেছেন, বিছানা থেকে একদম ওঠা যাবে না। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। একটানা শুয়ে থাকতেও খুব বিরক্ত লাগছে। অথচ উপায় নেই। আমি সবার কাছে দোয়া চাই।’


মন্তব্য