kalerkantho


বাপ্পী-মাহির শেষ ছবি!

রংবেরং প্রতিবেদক   

২৮ মার্চ, ২০১৬ ০০:০০বাপ্পী-মাহির শেষ ছবি!

চার্লি চ্যাপলিনের ‘সিটি লাইট’ (১৯৩১) ছবির গল্প অবলম্বনে জাকির হোসেন রাজু তৈরি করেছেন ‘অনেক দামে কেনা’। এতে ডিপজল-রেসির পাশাপাশি অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় জুটি বাপ্পী ও মাহি। ছবিটি ৮ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে। তবে এরই মধ্যে মাহি ঘোষণা দিয়েছেন, বাপ্পীর সঙ্গে এ ছবির পর আপাতত নতুন কোনো ছবিতে অভিনয় করবেন না। ফলে এটিই তাঁদের শেষ ছবি হিসেবে ধরে নিয়েছেন সবাই। পরিচালক রাজু বলেন, ‘বাপ্পী ও মাহির ছবি বরাবরই দর্শকপ্রিয়তা পেয়েছে। এবারও এর ব্যতিক্রম হবে না। তার ওপর গল্পটিও পরীক্ষিত। চ্যাপলিনের এ ছবিটি দেখেননি এমন মানুষ কম আছে। আশা করছি, বাপ্পী-মাহির (হয়তো) শেষ ছবিটি ইতিহাস হয়ে থাকবে।’ এ ছবিটির মাধ্যমে প্রায় পাঁচ বছর পর আবার পর্দায় ফিরছেন ডিপজল। ‘অনেক দামে কেনা’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।


মন্তব্য