kalerkantho


বৃহস্পতিবার ঢাকা আসেন ভারতের বিখ্যাত কবি ও গীতিকার গুলজার

২৭ মার্চ, ২০১৬ ০০:০০বৃহস্পতিবার ঢাকা আসেন ভারতের বিখ্যাত কবি ও গীতিকার গুলজার

বৃহস্পতিবার ঢাকা আসেন ভারতের বিখ্যাত কবি ও গীতিকার গুলজার। নৈশভোজের আমন্ত্রণে রুনা লায়লার মোহাম্মদপুরের বাসায় যান। দুই মেয়েকে নিয়ে সেখানে হাজির ছিলেন আঁখি আলমগীর। এক ফাঁকে গুলজারের কাছে অটোগ্রাফের আবদার করেন আঁখি। অটোগ্রাফের সঙ্গে দুই লাইনের একটি ইংরেজি কবিতা লিখে দেন গুলজার—‘আঁখি, সি দ্য ওয়ার্ল্ড উইথ দ্য বোথ বিউটিফুল আইস অব ইওরস, অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউ আর (আঁখি, তোমার এই সুন্দর দুটি চোখ দিয়ে পৃথিবীটা দেখো। আর এই পৃথিবীটা তোমার মতোই সুন্দর করে দাও)।’ আঁখি বলেন, ‘গুলজারের দেখা পাওয়া ও তাঁর কাছ থেকে এমন উপহারের কথা কখনোই ভুলব না।’


মন্তব্য