kalerkantho

সব মিথ্যা!

রংবেরং ডেস্ক   

২৭ মার্চ, ২০১৬ ০০:০০সব মিথ্যা!

‘প্লে হোলি উইথ সানি লিওনি’ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার গুজরাটের একটি পাঁচতারা হোটেলে গিয়েছিলেন সানি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। সানি নাকি আয়োজকদের বলে নিয়েছেন, মিলনায়তনে কোনো সাংবাদিক থাকলে তিনি মঞ্চে উঠবেন না। কিন্তু হোটেল করিডরে সানির পথ আগলে দাঁড়ান এক টিভি সাংবাদিক। করে বসেন আপত্তিকর এক প্রশ্ন, ‘আগে তো পর্নো তারকা ছিলেন। তো এক রাতের জন্য কত নেন?’ সঙ্গে সঙ্গে মেজাজ হারিয়ে লোকটার গালে চড় মেরে বসেন সানি। দুই দিন ধরে ভারতের প্রায় সব পত্রিকায় এই খবর। কাল জানা গেল পুরো ঘটনাই মিথ্যা। এমন কিছুই নাকি ঘটেনি। এমন খবর প্রকাশে অবাক সানি! টুইটারে লেখেন, ‘কী মিথ্যা!’


মন্তব্য