kalerkantho

যমজ বোন

রংবেরং প্রতিবেদক   

২৬ মার্চ, ২০১৬ ০০:০০যমজ বোন

পরীমণি ও শিরিন শিলা—চলচ্চিত্রে দুজনই ব্যস্ত সময় পার করছেন। দুজনের হাতেই এখন একাধিক ছবির কাজ। মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’য় যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। ১ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। পরী বলেন, ‘শিলার সঙ্গে অভিনয় করার সময়টা বেশ উপভোগ করেছি। সে মিশতে জানে। ছবির শুটিংয়ে সারাক্ষণ আমরা দুষ্টুমি করতাম।’ শিলা বলেন, ‘আমরা প্রায় একই সময়ে চলচ্চিত্রে কাজ শুরু করেছি। পরীকে আমি খুব পছন্দ করি। গুলজার ভাই যখন তার সঙ্গে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, সহজেই রাজি হয়েছি। পর্দায় আমাদের দুবোনকে দর্শকদের ভালো লাগবে।’


মন্তব্য