kalerkantho


ধোনিদের জন্য পুনমের উপহার

রংবেরং ডেস্ক   

২৬ মার্চ, ২০১৬ ০০:০০ধোনিদের জন্য পুনমের উপহার

তাঁর দেখানো পথেই হাঁটতে চেয়েছিলেন আরেকজন। যদিও শেষ পর্যন্ত ভারতের কাছে পাকিস্তান হেরে যাওয়ায় সেটা আর বাস্তবায়ন করতে পারেননি পাকিস্তানের মডেল কান্দিল বালুচ। নিজের ক্রেডিট অন্য কেউ নিয়ে ফেললে কেমন লাগে বলুন? আর তাই তো আগে থেকে কোনো রকম আওয়াজ ছাড়াই নিজের প্রায় বিবসনা ছবি উপহার দিলেন পুনম পান্ডে। আর সেই উপহারটা ভারতীয় ক্রিকেট দলের জন্য। উপলক্ষ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়।  ২০১১ সালে যে কথা রাখতে পারেননি, ২০১৬-তে এসে তার কিছুটা হলেও করার চেষ্টা করলেন পুনম। সেবার বলেছিলেন ভারতের হাতে ক্রিকেট বিশ্বকাপ উঠলে বিবসনা হবেন। ওই এক মন্তব্যের জেরে টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছিল কয়েক গুণ। সেবার ভারত বিশ্বকাপ জিতলেও নিজের কথা রাখতে পারেননি পুনম পান্ডে।

এবার আর চান্স নিলেন না পুনম। নিজের প্রায় বিবসনা একটি ছবি টুইট করে লিখেছেন, ‘টিম ইন্ডিয়াকে একটা ছোট্ট গিফট, আমার স্টাইলে।’

সেই ‘ছোট্ট উপহার’টি পেয়ে ধোনির দল কতটা খুশি হয়েছে তা অবশ্য জানা যায়নি।


মন্তব্য