kalerkantho

ঘটনা সত্যিই?

রংবেরং ডেস্ক   

২৬ মার্চ, ২০১৬ ০০:০০ঘটনা সত্যিই?

তাঁদের প্রেমবিষয়ক গুজব চলছে বেশ কিছুদিন ধরেই। সেই গুজব ডালপালা মেলে এখন ‘বিয়ে’তে গিয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েট ম্যাগাজিন ‘স্টার’-এর প্রকাশিত সংবাদ বলছে এ বছরের একদম প্রথম দিকে নাকি শুভ কাজটি সেরে ফেলেছেন হলিউডের দুই তারকা কেটি হোমস আর জেমি ফক্স। আর আংটি বদলের কাজটি গোপনে সারার জন্য জেমির ক্যালিফোর্নিয়ার বাড়িতে আমন্ত্রিত হয়েছিল দুই পক্ষের ঘনিষ্ঠ বন্ধুরা। সম্প্রতি দুজনকে নাকি সোনার আংটি পরা অবস্থায়ও দেখা গেছে। চমক তো এখানেই শেষ নয়, ‘স্টার’ আরো জানাচ্ছে, কেটি আবারও মা হতে চলেছেন। সন্তানের বাবা জেমি। এত কিছুর পরও কেন রাখঢাক? জানা গেছে কেটির সাবেক স্বামী টম ক্রুজকে রাগাতে চাইছেন না জেমি। কেটির মা হওয়ার সংবাদ যদি সত্যিই হয়, তাহলে বিষয়টা আর বেশি দিন গোপন রাখতে পারবেন না। ধারণা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই হয়তো আনুষ্ঠানিক ঘোষণাটা দিয়েই দেবেন।


মন্তব্য