kalerkantho


১০ বছর পর আর্টসেল

রংবেরং প্রতিবেদক   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০১০ বছর পর আর্টসেল

‘আর্টসেল’-এর প্রথম একক অ্যালবাম ‘অন্য সময়’ প্রকাশ পায় ২০০২ সালে। ২০০৬ সালে আসে দ্বিতীয় একক ‘অনিকেত প্রান্তর’। এরপর ১০ বছর চলে গেলেও ব্যান্ডটির নতুন অ্যালবাম বের হচ্ছিল না। আর্টসেলভক্তদের সেই আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। মাসখানেকের মধ্যেই নিজেদের নতুন অ্যালবাম ‘অদ্বিতীয়’ নিয়ে আসছে তারা। এরই মধ্যে অ্যালবামটির গান ‘স্পর্শের অনুভূতি’ প্রকাশ করা হয়েছে জিপি মিউজিকে। কথা লিখেছেন রুম্মান আহমেদ। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ পাবে আরেকটি সিঙ্গল—‘আহ্বান’। লিখেছেন ইশতিয়াক ইসলাম খান। অ্যালবামের ৮টি গানই লিখেছেন এই গীতিকার। আরেকটি লিখেছেন এরশাদ। সিডি প্রকাশ করবে জি-সিরিজ। শোনা যাবে জিপি মিউজিকেও। আর্টসেলের সদস্যরা হলেন লিংকন (ভোকাল ও গিটার), এরশাদ (লিড গিটার), সেজান (বেজ গিটার) ও সাজু (ড্রামস)।


মন্তব্য