kalerkantho

চাই পরিবর্তন

রংবেরং ডেস্ক   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০চাই পরিবর্তন

বয়স মাত্র ১৯। এই বয়সী হলিউডি নায়িকাদের মুখে এ ধরনের কথা শোভা পাওয়ার কথা নয়। অনেকে বলেনও না। ক্লোয়ি গ্রেস মরেটজের কথা আলাদা। সঠিক সময়ে সঠিক কথাটি বলতে পিছু হটেন না ‘ফিফথ ওয়েভ’ তারকা। বললেন, ‘সেই ছোট মেয়েটি মনে করে আমাকে আর ছবিতে নেওয়া যাবে না। যদি কেউ মনে করে থাকেন, যা বলা হবে পুতুলের মতো তা-ই করে যাব তাহলে তিনি ভুল করবেন। এমনকি চিত্রনাট্য পড়ে বলে দিতে পারি, দেখুন এখানে মনে হয় কিছু পরিবর্তনের দরকার আছে।’ এসবের সঙ্গে আরো যোগ করে বলেন, ‘আমেরিকার সুইট হার্ট হতে চাই আমি। চাই মানুষের ভালোবাসা। আর সেটা যেন হয় আমার কাজের ওপর ভিত্তি করেই।’

নিজের মেধা আর বয়সের জন্য বাড়তি কোনো সুবিধাও নিতে চান না ক্লোয়ি। তিনি মনে করেছেন, এই সব পরিবর্তন হলিউডে আসা দরকার। তবে সেটা আলাপ-আলোচনার মধ্যে দিয়েই।


মন্তব্য