kalerkantho


পাকিস্তানি গায়ক আদনান সামি

২৪ মার্চ, ২০১৬ ০০:০০পাকিস্তানি গায়ক আদনান সামি

পাকিস্তানি গায়ক আদনান সামি থাকেন মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির লোখান্ডওয়ালায়। সম্প্রতি সেখানে গিয়েছেন বাংলাদেশের গায়িকা রুনা লায়লা। সামির বাড়িতে দীর্ঘক্ষণ সময় কাটান তিনি। সংগীত বিষয়ে  আলাপের পাশাপাশি মেতে ওঠেন খোশগল্পে, রাতে একসঙ্গে নৈশভোজও করেন। এ সময় আদনান সামির স্ত্রী রয়াও ছিলেন। ২২ মার্চ রাতে নিজের ফেসবুকে আদনান সামি ও রয়ার সঙ্গে ছবিও পোস্ট করেন রুনা। ক্যাপশনে লেখেন, ‘বহুমুখী প্রতিভার অধিকারী গায়ক আদনান সামিজি ও তাঁর স্ত্রী        রয়াজির সঙ্গে ডিনার করেছি।’


মন্তব্য