kalerkantho

বদলাবেন না নাম

রংবেরং ডেস্ক   

২২ মার্চ, ২০১৬ ০০:০০বদলাবেন না নাম

সপ্তাহ তিনেক আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন প্রীতি জিনতা। স্বামী দীর্ঘদিনের প্রেমিক জেনে গুডএনাফ। ৪১ বছর বয়সী এই অভিনেত্রীর জীবনের দ্বিতীয় ইনিংস নিয়ে অনেক কৌতূহল ভক্তদের। তবে বিবাহবন্ধনে জড়ালেও নিজের নামের সঙ্গে জেনের নামটি জড়াতে নারাজ এই তারকা! সম্প্রতি এক ভক্ত ‘বীর জারা’র অভিনেত্রীর কাছে জানতে চান বিয়ের পর নিজের নাম পরিবর্তন করবেন কি না। জবাবটা টুইটারে দেন প্রীতি, ‘জন্মের পর থেকেই আমি বাবার সন্তান। আর কারো স্ত্রী হয়েছি এই তো সেদিন। সুতরাং এই মুহূর্তে নিজের নাম পরিবর্তন করার কোনো ইচ্ছা আমার নেই।’

নতুন জীবন কেমন চলছে? আরেক ভক্তের এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘খারাপ না, খুব ভালো না; কারণ খুবই বিরক্তিকর...জাস্ট গুডএনাফ। হা হা হা হা!’


মন্তব্য