kalerkantho

জয়ার বন্ধু

রংবেরং প্রতিবেদক   

২২ মার্চ, ২০১৬ ০০:০০জয়ার বন্ধু

কলকাতার পার্নো মিত্র আর ঢাকার জয়া আহসানের মধ্যে বন্ধুত্বটা অনেক দিনের। কলকাতায় কাজের বাইরে জয়ার বেশির ভাগ অবসর কাটে পার্নোর সঙ্গে। একসঙ্গে বেড়াতে যান বিভিন্ন জায়গায়। কথা ছিল ঢাকায় এলে পার্নোকেও বিভিন্ন জায়গায় ঘোরাবেন জয়া। কিন্তু তা আর হলো না। এখন শুটিংয়ের কাজে কলকাতায় রয়েছেন তিনি। তাই পার্নোর যত আফসোস। বললেন, ‘বাংলাদেশে এসে জয়াকে মিস করছি। হয়তো সে থাকলে আমার সময়টা আরো ভালো যেত। দুই বন্ধু ঘুরতাম অনেক। কিন্তু কিছু করার নেই। কলকাতায় এখন বেশ ব্যস্ত সময় যাচ্ছে জয়ার। একের পর এক নতুন ছবির কাজ করছে। ওর জন্য শুভ কামনা রইল।’ ১৫ মার্চ ‘ডুব’ ছবিতে অভিনয়ের জন্য ঢাকায় আসেন পার্নো। ২০ মার্চ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে।


মন্তব্য