kalerkantho


সুবিধাবঞ্চিতদের জন্য জেমস

রংবেরং প্রতিবেদক   

২১ মার্চ, ২০১৬ ০০:০০সুবিধাবঞ্চিতদের জন্য জেমস

৩০ মার্চ মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট ‘শেয়ার দ্য মিউজিক’। এই কনসার্ট থেকে আয়কৃত অর্থ ব্যয় করা হবে বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য। কনসার্টে গান করবেন জেমস। নিজের পছন্দের ও জনপ্রিয় বেশ কিছু গানের মাধ্যমে এই আয়োজন মাতাবেন নগর বাউল খ্যাত এ গায়ক। সম্প্রতি এ বিষয়ে কনসার্টের আয়োজক ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরামের সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়েছে তাঁর। এতে আরো গান করবেন ভারতের জনপ্রিয় বাঙালি গায়িকা মোনালি ঠাকুর, বাংলাদেশের ব্যান্ড আর্টসেল, শূন্য ও ইনডালো।


মন্তব্য