kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


সোলসের গানে মডেল আমব্রিন

রংবেরং প্রতিবেদক   

২০ মার্চ, ২০১৬ ০০:০০সোলসের গানে মডেল আমব্রিন

প্রায় পাঁচ বছর পর নতুন গান নিয়ে আসছে ব্যান্ড সোলস। আর তাদের এই গানে মডেল হয়েছেন লাক্স তারকা, অভিনেত্রী-উপস্থাপিকা আমব্রিন।

‘চাই চাই’ শিরোনামের এ গানটি লিখেছেন শেখ রানা। সম্প্রতি নেপাল, কক্সবাজার ও ঢাকার বিভিন্ন লোকেশনে এটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। এতে সোলসের সদস্যসের সঙ্গে অংশ নিয়েছেন আমব্রিন। ব্যান্ডের ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ‘বর্তমানে অনেক ভালো ভালো মিউজিক ভিডিও হচ্ছে। গানটি করার পর মনে হলো এটির মিউজিক ভিডিও করলে মন্দ হয় না। ভিডিওতে গানটির গল্পের মতো করেই নিজেকে তুলে ধরেছেন আমব্রিন। ’ আমব্রিন বলেন, ‘আমি সোলসের গানের ভক্ত। তাদের গানের মডেল হতে পেরে খুব ভালো লাগছে। ’ আসছে পহেলা বৈশাখে ইউটিউব ও বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে। এখন থেকে প্রতি মাসে একটি করে নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সোলস। কয়েকটি গান জমলে সেগুলো নিয়ে অ্যালবাম করা হবে।  

সোলসের সর্বশেষ একক অ্যালবাম ‘জ্যাম’ প্রকাশ পায় ২০১১ সালে।


মন্তব্য