kalerkantho


ভারতের পরবর্তী প্রেসিডেন্ট!

রংবেরং ডেস্ক   

১৯ মার্চ, ২০১৬ ০০:০০ভারতের পরবর্তী প্রেসিডেন্ট!

না, অমিতাভ বচ্চন নিজেকে ভারতের রাষ্ট্রপতি করার দাবি জানাননি। এই দাবি জানিয়েছেন তাঁর ‘দোস্তানা’ সহকর্মী ও বর্তমান বিজেপি সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা।

বৃহস্পতিবার এই অভিনেতা বলেন, ‘সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে অমিতাভের অর্জন অনেক। তিনি যদি দেশের রাষ্ট্রপতি হন তাহলে দেশের সুনাম আরো বাড়বে। একজন সাংস্কৃতিক প্রতিনিধি দেশের রাষ্ট্রপতি হলে সেটা অনেক গর্বের। ’

এর আগে অবশ্য শত্রুঘ্ন সিনহাকেই রাষ্ট্রপতি পদে দেখতে চেয়েছেন অমিতাভ বচ্চন। হয়তো সৌজন্য রক্ষা করতেই এমনটা বলেছেন শত্রুঘ্ন। কয়েক দিন আগে শত্রুঘ্নর জীবনী ‘এনিথিং বাট খামোশ’-এর প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ। এই দুই অভিনেতার ইচ্ছে কতটা পূরণ হবে সেটা জানা যাবে ২০১৭ সালের মাঝামাঝি। কারণ ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হবে তখনই।


মন্তব্য