kalerkantho


ভারতের পরবর্তী প্রেসিডেন্ট!

রংবেরং ডেস্ক   

১৯ মার্চ, ২০১৬ ০০:০০ভারতের পরবর্তী প্রেসিডেন্ট!

না, অমিতাভ বচ্চন নিজেকে ভারতের রাষ্ট্রপতি করার দাবি জানাননি। এই দাবি জানিয়েছেন তাঁর ‘দোস্তানা’ সহকর্মী ও বর্তমান বিজেপি সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা। বৃহস্পতিবার এই অভিনেতা বলেন, ‘সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে অমিতাভের অর্জন অনেক। তিনি যদি দেশের রাষ্ট্রপতি হন তাহলে দেশের সুনাম আরো বাড়বে। একজন সাংস্কৃতিক প্রতিনিধি দেশের রাষ্ট্রপতি হলে সেটা অনেক গর্বের।’

এর আগে অবশ্য শত্রুঘ্ন সিনহাকেই রাষ্ট্রপতি পদে দেখতে চেয়েছেন অমিতাভ বচ্চন। হয়তো সৌজন্য রক্ষা করতেই এমনটা বলেছেন শত্রুঘ্ন। কয়েক দিন আগে শত্রুঘ্নর জীবনী ‘এনিথিং বাট খামোশ’-এর প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ। এই দুই অভিনেতার ইচ্ছে কতটা পূরণ হবে সেটা জানা যাবে ২০১৭ সালের মাঝামাঝি। কারণ ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হবে তখনই।


মন্তব্য