kalerkantho

25th march banner

আমির কেন কাঁদেন

রংবেরং ডেস্ক   

১৮ মার্চ, ২০১৬ ০০:০০আমির কেন কাঁদেন

তাঁর চোখের জল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি-ঠাট্টা হয়েছে অনেক। তাতেও তাঁর চোখে জল আসা থামানো যায়নি। শুরুটা হয়েছিল গত বছর বন্ধুর ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর বিশেষ প্রদর্শনীতে। সালমান খান আর হর্ষালি মালহোত্রার অভিনয় দেখে কেঁদেছিলেন আমির। দুই মাস পর আবারও কাঁদলেন ভাগ্নে ইমরান খানের ‘কাট্টি বাট্টি’ দেখে। এরপরই অশ্রুশিক্ত আমির খানকে নিয়ে ইন্টারনেট দুনিয়ায় শুরু হয়ে গেল হাসি-তামাশা। তাতে যে আমির নিজেকে সামলে নেওয়ার মানুষ নন তার প্রমাণ পাওয়া গেল করণ জোহরের ‘কাপুর অ্যান্ড সন্স’-এর বিশেষ প্রদর্শনী শেষে। ছবি শেষে আমিরকে যথারীতি পাওয়া গেল ভেজা চোখে। গণমাধ্যমে সেটা লুকানোর চেষ্টাও করলেন না ‘ধুম ৩’ তারকা। কান্নার কারণটাও বললেন, “সাধারণত ছবি দেখার সময় বেশ কান্নাকাটি করি। আবেগ ধরে রাখতে পারি না। ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতেও এর ব্যতিক্রম হয়নি। ছবিটি দেখে নিজের আবেগ ধরে রাখাটা সহজ নয়। নিজেদের চরিত্রগুলো অভিনেতা-অভিনেত্রীরা বেশ ভালোভাবেই পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন। ”


মন্তব্য