kalerkantho


লতার বাড়িতে রুনা

রংবেরং প্রতিবেদক   

১৭ মার্চ, ২০১৬ ০০:০০লতার বাড়িতে রুনা

লতা মুঙ্গেশকরের মুম্বাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন রুনা লায়লা। ১৫ মার্চ সন্ধ্যায় হঠাৎ করেই পেডার রোডের ‘প্রভুকুঞ্জ’তে গিয়ে চমকে দেন লতাকে। এ সময় লতার বোন ঊষা মুঙ্গেশকর ও লতার ভাই হৃদয়নাথ মুঙ্গেশকরের ছেলে বৈজনাথ মুঙ্গেশকরও উপস্থিত ছিলেন। রুনাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত হন লতা। সঙ্গে সঙ্গে টুইট করেন তিনি। লেখেন, ‘নমস্কার। আজ রুনা লায়লাজি আমাদের বাসায় এসেছিলেন। বহুদিন পর দেখা হলো। অনেক কথা হলো। খুব ভালো লাগছে।’ রুনা বলেন, ‘লতা মুঙ্গেশকর জীবন্ত কিংবদন্তি। তাঁর সঙ্গে দেখা করেছি। পা ছুঁয়ে সালাম করেছি। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অনেক গল্প করেছি। রাতের খাবার খেয়ে তবেই বাসায় ফিরেছি। সন্ধ্যাটা সত্যিই ভোলার নয়।’ গতকাল দাদাসাহেব ফালকে পুরস্কারের সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। এই পুরস্কারে বিচারক হিসেবে দায়িত্ব পালন করতেই তাঁর মুম্বাই যাওয়া।


মন্তব্য