kalerkantho

দেড় বছর পর

রংবেরং ডেস্ক   

১৬ মার্চ, ২০১৬ ০০:০০দেড় বছর পর

দেড় বছর ধরে লোকচক্ষুর আড়ালে বলিউডের জনপ্রিয় র‌্যাপার-গায়ক হানি সিং। এর পেছনের কারণটা কী? কেউ কেউ বলছিলেন ড্রাগ আসক্ত হানি রিহ্যাবে রয়েছেন। কারো কারো ধারণা, একটি শোতে শাহরুখ খানের সঙ্গে অংশ নিয়ে ভেঙে পড়েছিলেন হানি, যা তাঁকে নতুন প্রজেক্ট করা থেকে দূরে রেখেছে। তবে কোনো উত্তরই আসছিল না স্বয়ং ইয়ো ইয়ো গায়কের মুখ থেকে। তাঁকে যে খুঁজেই পাওয়া যাচ্ছিল না! এবার মুখ খুললেন ‘ব্লু আইস’ গায়ক। ভারতের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি বাইস্পোনার ডিজর্ডারে ভুগছিলাম। রোগটি আমার ১৮টি মাস কেড়ে নিয়েছে। এই সময়টাতে চারজন ডাক্তার বদলেছি। কিন্তু কোনো ওষুধই ঠিকমতো কাজে লাগছিল না, আর নানা পাগলামি মাথায় ভর করছিল।’

হানিং সিং আরো জানান, এই সময়ে তিনি ৫০টির বেশি কবিতা লিখেছেন।


মন্তব্য