kalerkantho


অনন্ত-বর্ষা দম্পতির ছেলে আরিজ

১৬ মার্চ, ২০১৬ ০০:০০



অনন্ত-বর্ষা দম্পতির ছেলে আরিজ

অনন্ত-বর্ষা দম্পতির ছেলে আরিজ। দেড় বছর বয়স। কিন্তু এ বয়সেই বাবার সঙ্গে প্রতিদিন সে জিমে যায়। একজন প্রশিক্ষকের অধীনে জিম করছে সে। সম্প্রতি অনন্ত নিজের ফেসবুকে আরিজের জিম করা অবস্থার একটি ছবি পোস্ট করেছেন। এ বিষয়ে বলেন, ‘আমার মতো আমার ছেলেও শরীরসচেতন। এখন থেকেই সে নিজের ফিটনেস নিয়ে ভাবছে। আমি গর্বিত। আরিজ কখনো অভিনয়ে আসবে কি না সে সিদ্ধান্ত নিজেই নেবে। তবে এখন থেকে শরীরের প্রতি যত্ন নিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। খাওয়াদাওয়ার ব্যাপারেও বেশ রুচিশীল।’


মন্তব্য