kalerkantho

অ্যাকশন কন্যা

১৬ মার্চ, ২০১৬ ০০:০০অ্যাকশন কন্যা

অ্যাকশন ছবিতে নায়িকা যে একটু-আধটু হাত-পা চালাবেন না তা কি হয়? সাব্বির খান পরিচালিত ‘বাগি’ ছবিতে শ্রদ্ধা কাপুরকে একটু-আধটু নয় বরং ব্যাপক হাত-পা চালাতে দেখা যাবে। ছবির শুটিং যাঁরা দেখেছেন, তাঁরা একবাক্যে স্বীকার করেছেন, রুপালি পর্দায় এ পর্যন্ত শ্রদ্ধাকে যেসব চরিত্রে দেখা গেছে তার চেয়ে একদম অন্য রকমভাবে পাওয়া যাবে তাঁকে। অল্পের মধ্যে প্রশিক্ষণ নিয়ে ‘আশিকি ২’ তারকাকে যেভাবে মারপিট করতে দেখা গেছে তা সত্যিই অবাক করার মতোই। নিজেও স্বীকার করেছেন তা নিয়ে, ‘ছবির শুটিংয়ের পুরো সময়টাতেই আমাকে মারপিটের দৃশ্যের জন্য প্রস্তুতি নিতে হতো। শুধু তাই নয়, আমার কথা ভেবে বিশেষ সব অ্যাকশন দৃশ্য তৈরি করা হতো, যেগুলো প্রস্তুত করতে কয়েক ঘণ্টা পর্যন্ত লেগে যেত। প্রথমবারের মতো এ ধরনের ছবি করার জন্য কয়েকবার আহতও হয়েছি। আসলে নতুন কিছু শেখার জন্য তো কষ্ট করতেই হবে। এককথায় বলতে গেলে এই ছবিতে অভিনয় করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।’

‘বাগি’তে শ্রদ্ধার সহশিল্পী হিসেবে আছেন টাইগার শ্রফ। ছবিটি মুক্তি পাবে ২৯ এপ্রিল।


মন্তব্য