kalerkantho


৩৩ গুণীজনকে সম্মাননা

রংবেরং প্রতিবেদক   

১৪ মার্চ, ২০১৬ ০০:০০৩৩ গুণীজনকে সম্মাননা

গীতিকার মাসুদ করিম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের জন্য ৩৩ গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। যাঁদের বেশির ভাগই সংগীতের মানুষ। ১২ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। বিশেষ অতিথি শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবাররক হোসেন খান। উপস্থিত ছিলেন মাসুদ করিমের স্ত্রী দিলারা আলো, পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষীসহ অনেকে। ২০১৪ সালের জন্য এ সম্মাননা পেয়েছেন ফেরদৌসী রহমান, শাহনাজ রহমতউল্লাহ, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদী, মো. আবদুল জব্বার, মো. খুরশীদ আলম, মাকসুদ, রুমানা ইসলাম শ্রাবণী, সুবল দাস, আলাউদ্দিন আলী, আলম খান, খোন্দকার নূরুল আলম, গাজী মাজহারুল আনোয়ার, এস এম হেদায়েত, চাষী নজরুল  ইসলাম ও কাজী আনোয়ার হোসেন। ২০১৫ সালের জন্য কাদেরী কিবরিয়া, এম এ শোয়েব ও শ্রীকান্ত আচার্য। ২০১৬ সালের জন্য সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, তিমির নন্দী, শুভ্রদেব, ফওজিয়া খান, ফরিদা পারভিন, শাহীন সামাদ, শাকিলা জাফর, শেখ সাদী খান, হাসান মতিউর রহমান, শাফাত খৈয়াম, ডলি ইকবাল ও সাইফুল ওয়াদুদ হেলাল।


মন্তব্য