kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।

টিভি হাইলাইটস

১৩ মার্চ, ২০১৬ ০০:০০টিভি হাইলাইটস

ডিবি

৪০০ পর্বে ডিবি

এটিএন বাংলায় রাত ৯টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ডিবি’। আজ প্রচারিত হবে ৪০০তম পর্ব।

গল্প ভাবনায় ড. মাহফুজুর রহমান, রচনায় রুহুল আমিন পথিক, পরিচালনায় জি এম সৈকত। সমসাময়িক সত্য ও সত্যের কাছাকাছি ঘটনা নিয়ে নাটকটি। এতে তুলে ধরা হচ্ছে দেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া খুন, অপহরণ, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা। অভিনয়ে ডি এ তায়েব, অপূর্ব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হুমাইরা হিমু, হীরা প্রমুখ।

ইওর চয়েজ

মাছরাঙা টেলিভিশনে রাত ১১টায় রয়েছে ফোনোলাইভ মিউজিক্যাল শো ‘ইওর চয়েজ’। অনুষ্ঠানে এ সময়ের জনপ্রিয় মিউজিক ভিডিওগুলো দেখানো হয়। থাকে একজন অতিথির অংশগ্রহণ। তিনি নিজের নতুন কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শেয়ার করেন। টেলিফোনের মাধ্যমে দর্শকরাও অংশ নিতে পারে। উপস্থাপনায় সংগীতশিল্পী নাউমি।

স্টোরেজ ওয়ারস

স্টোরে পড়ে থাকা পরিত্যক্ত মালামাল কিনে লাভের মুখ দেখা খানিকটা বাজি ধরার মতো। আগে থেকে আন্দাজ করা বেশ মুশকিল। এখানে ভাগ্য মুখ্য হলেও অভিজ্ঞতাটাও কাজে লাগাতে হয়। হয়তো কপাল ভালো হলে পেয়ে যেতে পারেন লাখ টাকার মালামাল। স্টোরে মাল কেনার ওপর নির্মিত রিয়ালিটি শো ‘স্টোরেজ ওয়ারস’ দেখা যাবে বিকেল ৩টা ৩০ মিনিটে, হিস্ট্রি চ্যানেলে।

ফুড সাফারি

দক্ষিণ যুক্তরাষ্ট্র থেকে ক্যালিফোর্নিয়া—বিস্তৃত এই এলাকার মানুষের খাদ্যাভ্যাস, পছন্দের খাদ্য তালিকা এবং তা তৈরির উপাদান নিয়ে এই অনুষ্ঠান। কেন খাদ্যগুলো এই এলাকায় বসবাসরত মানুষের পছন্দের শীর্ষে, পেছনের নানা তথ্য তুলে ধরা হয় ‘ফুড সাফারি’ অনুষ্ঠানে। দেখা যাবে ফক্স লাইফে, রাত ১০টায়।


মন্তব্য