kalerkantho

আরো খবর

১৩ মার্চ, ২০১৬ ০০:০০♦   মডেল, অভিনেত্রী সুজানার দাদির ও বাবার পাকস্থলী ক্যান্সার ছিল। তাঁরও এমন কিছু হয়ে যায় কি না, সে আশঙ্কায় ব্যাংককের একটি হাসপাতালে  শরীর চেকআপ করিয়েছেন।

♦   ‘বাদশাহ’ ছবিতে মাফিয়া চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস। এর আগে কলকাতার ‘খোকাবাবু’তে এ ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

♦   পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রাগসংগীতের অ্যালবাম ‘টোয়াইলাইট রাগাজ’ নিয়ে আসছে বেঙ্গল ফাউন্ডেশন। ১৪ মার্চ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে।

♦   শুটিংয়ের আগেই শাকিব খান অভিনীত ‘শুটার’ ছবির স্বত্ব বিক্রি হয়ে গেল। বাংলাদেশি কোনো ছবির ক্ষেত্রে এটিই প্রথম।

♦   শাবনূর, পপি, পূর্ণিমাসহ অনেকের বিপরীতে অভিনয় করেছেন আমান। ২০টি ছবি মুক্তি পেয়েছে তাঁর। ক্যারিয়ারের ২১তম ছবি সোহেল আরমানের ‘ভ্রমর’-এ খলনায়ক হয়েছেন তিনি।

♦   ১৫ বছর আগে দীলিপ বিশ্বাসের ‘অকৃতজ্ঞ’ ছবিতে গৌতম সুস্মিতের কথায় ইমন সাহার সুরে গেয়েছিলেন উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তি। একই মিউজিক ট্র্যাকে দেবাশীষ বিশ্বাসের ‘মন জ্বলে’ ছবিতে গাইলেন কিশোর ও কোনাল।

♦   ‘দেশা দ্য লিডার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক শিপনের। এবার ‘বড় বেশি ভালোবাসি’ শিরোনামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।


মন্তব্য