kalerkantho

এবার জেমস বন্ড

রংবেরং ডেস্ক   

১৩ মার্চ, ২০১৬ ০০:০০এবার জেমস বন্ড

জেমস বন্ড হওয়ার প্রাথমিক যোগ্যতা কী? উত্তর খুবই সোজা, আপনাকে গ্রেট ব্রিটেনের অভিনেতা হতে হবে। এ বিষয়ে লিখিত কোনো নিয়ম হয়তো নেই। তবে এখন পর্যন্ত যে সাতজন পর্দায় বন্ড হয়েছেন তাঁদের সবাই রানি এলিজাবেথের সাম্রাজ্যের। স্কটিশ, আইরিশ এমনকি অজি হলেও ক্ষতি নেই। এবার এই অলিখিত নিয়ম থেকে বেরিয়ে আসতে চাইছে ‘০০৭’ সিরিজটি। সর্বশেষ বন্ড ড্যানিয়েল ক্রেইগকে আর সিরিজে দেখা যাবে না। এরপর শোনা গিয়েছিল বেশ কয়েকজন অভিনেতার নাম। তালিকায় ছিল ভারতীয় অভিনেতা হৃতিক রোশানের নামও। সর্বশেষ নামটি লিওনার্দো ডিকাপ্রিওর। মাত্রই অস্কার পেলেন আমেরিকান এই তারকা। ‘হলিউড লাইফ’-এর খবর, ৪১ বছর বয়সী অভিনেতাই হতে যাচ্ছেন পরবর্তী জেমস বন্ড। বন্ড হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পৌঁছেছে তাঁর কাছে। লিও নাকি সম্মতিও জানিয়েছেন। অস্কার-পরবর্তী এক পার্টিতে ‘বার্ডম্যান’ তারকা মাইকেল কিটনের সঙ্গে এ ব্যাপারে আলাপ করেছেন লিও। কিটনও বন্ড হওয়ার পরামর্শই দিলেন লিওনার্দো ডিকাপ্রিওকে।


মন্তব্য