kalerkantho


ভারতে মাজিদ মাজিদি

রংবেরং ডেস্ক   

১৩ মার্চ, ২০১৬ ০০:০০ভারতে মাজিদ মাজিদি

২০১৩ সালে ‘হলিউড রিপোর্টার’কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে শুটিং করার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন। সেটা যে শুধু বলার জন্য বলেননি, তারই প্রমাণ পাওয়া গেল তাঁর ভারত ভ্রমণে। তবে এটাকে নিছক কোনো ভ্রমণ বলা যাবে না। নিজের নতুন ছবি ‘সালাম মুম্বাই’-এর প্রাক-প্রস্তুতির জন্য ভারতে উপস্থিত হয়েছেন ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদি। ইন্দো-ইরানি প্রযোজনার এ ছবিতে অভিনয় করবেন ইরানের স্বনামধন্য অভিনেতা রেজা গোলজার ও বলিউড তারকা দিয়া মির্জা। ভারতে মাজিদ মাজিদিকে সাহায্য করার জন্য আছেন ভারতের পরিচালক ও প্রযোজক আকবর খান। তাঁকে ‘সালাম মুম্বাই’-এর সহপ্রযোজক হওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছেন মাজিদি। কিন্তু কিছু বিষয় ব্যাটে-বলে না হওয়ায় আকবর রাজি হননি। তবে মাজিদিকে ভারতে শুটিং করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার কথা দেন তিনি। আসল শুটিং কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ‘চিলড্রেন অব হ্যাভেন’ পরিচালক।


মন্তব্য