kalerkantho


ছয় মাসের জন্য লন্ডনে

রংবেরং ডেস্ক   

১৩ মার্চ, ২০১৬ ০০:০০ছয় মাসের জন্য লন্ডনে

ক্যালিফোর্নিয়ার প্রাসাদসম বাড়ি ছেড়ে লন্ডনের ভাড়া বাড়িতে উঠবেন এ তারকা দম্পতি। সঙ্গে থাকবে তাঁদের ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ এবং যমজ নক্স ও ভিভিয়েন। না, দেশত্যাগ করছেন না ব্রাঞ্জেলিনা [অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাডপিট দম্পতির সংক্ষিপ্ত নাম]। মাত্র ছয় মাস সেখানে থাকবেন তাঁরা। এ বাড়িতে থেকেই ‘ওয়ার্ল্ড ওয়ার জেড ২’-এর শুটিং করবেন ব্রাডপিট, বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতার কাজ চালিয়ে যাবেন অ্যাঞ্জেলিনা জোলি। ইউএস ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুযায়ী নতুন এ বাড়িতে বেডরুম আটটি। টেমস নদীর তীরে অবস্থিত এ বাড়িতে থাকার জন্য মাস শেষে ভাড়া দিতে হবে বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ ৫০ হাজার। পাশেই থাকেন এ দম্পতির বন্ধু জর্জ ক্লুনি।


মন্তব্য