kalerkantho


ত্রিশেই থিতু হবেন বিবার

রংবেরং ডেস্ক   

১২ মার্চ, ২০১৬ ০০:০০ত্রিশেই থিতু হবেন বিবার

সবারই স্বপ্ন থাকে। তারকারাও স্বপ্ন দেখেন। কেউ দেখেন বড় থেকে আরো বড় তারকা হওয়ার আবার কেউ চান বিয়ে করে থিতু হতে। কী চমকে গেলেন তো? পপ গায়ক জাস্টিন বিবারকে প্রশ্ন করে দেখুন, উত্তরটায় তিনি এমনটাই বলবেন। ‘সরি’ গায়ককে গ্ল্যামার ম্যাগাজিন জিজ্ঞাসা করেছিল, নিজের এই বেহিসাবি জীবনের ইতি টানছেন কবে? এই বিষয়ে তাঁর পরিকল্পনা কী? আছে বই কি। আর সেটা হবে আট বছরের মধ্যেই। এই তারকার বয়স এখন ২২। ৩০ বছরের মধ্যেই নাকি তিনি বিয়ে করে ফেলবেন। এরপর বাচ্চাকাচ্চা নিয়ে থিতু হতে চান। তো কেমন সহধর্মিণী চান? উত্তরে বিবার জানান, যে মেয়ে তাঁকে অন্তর থেকে ভালোবাসবে। আরেকটা গুণ অবশ্যই থাকতে হবে, সেটা হলো রসবোধ।


মন্তব্য