kalerkantho


অরিজিৎ-এ মুগ্ধ হাবিব

রংবেরং প্রতিবেদক   

১২ মার্চ, ২০১৬ ০০:০০অরিজিৎ-এ মুগ্ধ হাবিব

টানা তিন ঘণ্টা গেয়ে আর্মি স্টেডিয়াম মাতিয়ে গেলেন অরিজিৎ সিং। সঙ্গে ৭০ জনের অর্কেস্ট্রা দল। নিজের যত হিন্দি-বাংলা হিট গান, সবই গাইলেন। বাদ রাখলেন না বাংলাদেশি গানও।

আগেরবার বাংলাদেশে এসে গেয়েছেন অর্ণবের ‘সে যে বসে আছে’ ও তপুর ‘এক পায়ে নূপুর’। এবার এ দুটির সঙ্গে যোগ করলেন আরো দুটি বাংলাদেশি গান—রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহর লেখা ‘ভালো আছি ভালো থেকো’ এবং মারজুক রাসেলের লেখা হাবিব ওয়াহিদের সুরে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির ‘বাহির বলে দূরে থাকুক’। গানের সঙ্গে নিজেই পিয়ানো বাজালেন অরিজিৎ। পুরো স্টেডিয়াম করতালি ও চিৎকারে স্বাগত জানাল ‘গেরুয়া’ গায়ককে।

মধ্যরাতে মুর্শিদাবাদের এই গায়কের প্রতি মুগ্ধতা প্রকাশ করে ও ধন্যবাদ জানিয়ে ফেসবুকে স্টেটাস দেন হাবিব। লিখেন, ‘আমি সত্যিই সম্মানিত ও অভিভূত জনাব অরিজিৎ সিং! দম্ভ ছাড়াও যে একজন সংগীতশিল্পী হতে পারেন তা দেখিয়ে দিলেন। আপনি সত্যিই প্রশংসার দাবিদার। প্রতিযোগিতার বালাইও নেই আপনার মধ্যে। আপনার ভেতর একজন সত্যিকারের গর্বিত সংগীতশিল্পী আছেন। আশা করি, আপনার কাছ থেকে আমরা শিখতে পারব। ভালো থাকবেন।’


মন্তব্য